ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

কয়েলের আগুনে পুড়ল ঘর পুড়ল গরু

কুড়িগ্রাম প্রতিনিধি
🕐 ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

কুড়িগ্রামের রৌমারীতে অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় আগুনের হাত থেকে বাঁচাতে পাশের আরও দুটি বসতঘর ভেঙে ফেলা হয়েছে।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাইমমারী গ্রামের আমিনুল ইসলামের নগদ ৪ লাখ টাকাসহ বসতঘর, মাইনুল ইসলামের বসতঘরসহ সব আসবাবপত্র, ছক্কু মিয়ার ৩টি গরুসহ বসতঘর ও গরুর গোয়ালঘর, ফুল মিয়ার ৪টি গরুসহ গোয়ালঘর পুড়ে গেছে। এছাড়াও মোহাম্মদ আলীর বসতঘর ভেঙে ফেলা হয়েছে। আগুনে গোয়াল ঘরে থাকা ৭টি গরুর মধ্যে ৪টি মারা গেছে ও ৩টির অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয়রা জানায়, ফুল মিয়ার গোয়াল ঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে পাশের ঘরে রাখা গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা বিস্ফোরিত হয়ে মহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

রৌমারী থানা ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গোয়াল ঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 
Electronic Paper