ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

চার বছর অনুপস্থিত তবু পাচ্ছেন বেতন

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
🕐 ৯:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৯

দিনাজপুর চিরিরবন্দর উপজেলার রাজাপুর এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার রায় চার বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত। কিন্তু নিয়মিত বেতন-ভাতা তুলছেন তিনি। এ তথ্য জেনেও কোনো ব্যবস্থা নেয়নি উপজেলা শিক্ষা অফিস। কারণ তার স্ত্রী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও তিনি নিজেও চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক।

প্রধান শিক্ষক তপন চন্দ্র রায় বলেন, ‘প্রদীপ কুমার যে কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করেন না এটা সবাই জানেন। শিক্ষা অফিসকেও জানানো হয়েছে। কেউ কিছুই বলেন না। আমি একা কী করব? আমি কিছু বলতে গেলে আমার ওপর চাপ আসবে। তাই সবার মতো আমিও চুপ আছি।’

তবে প্রদীপ কুমার রায় বলেন, আর কিছুদিন পর উপজেলা পরিষদের নির্বাচন। এতোদিন চলে গেল কিছু হয়নি। আমার সঙ্গে কেউ চক্রান্ত করছে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুর হক জানান, স্কুলের শিক্ষকের ছুটির বিষয়টা প্রধান শিক্ষক দেখেন আমরা তো দেখি না। আমরা শুধু মনিটরিং করি। তবে ওই প্রধান শিক্ষককে আমি ডেকেছি।

 
Electronic Paper