ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

আদিবাসীদের সেলাই প্রশিক্ষণ ডিসির উদ্বোধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
🕐 ৪:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৯

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আদিবাসীদের সেলাই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পৌর শহরের মাকড়াই আদিবাসী কমিউনিটি সেন্টারে উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহামুদুল আলম।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২০ নারী এবং ১ পুরুষসহ ২১ জন আদিবাসীকে ৩ মাসব্যাপী ওই প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ামিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহামুদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি সভাপতি বাজুন বেশরা, সাধারণ সম্পাদক মাথিয়াস মুর্মু। আলোচনা সভা শেষে ১৫০ জন আদিবাসীকে উন্নতমানের কম্বল দেওয়া হয়।

 
Electronic Paper