ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

শীতের রোগে ভুগছে দুই শতাধিক শিশু

ঠাকুরগাঁও প্রতিনিধি
🕐 ৯:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

ঠাকুরগাঁওয়ে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত প্রায় দুই শতাধিক শিশু। গত কয়েকদিনে তিন নবজাতকসহ ছয় শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে, শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে রোগীর সংখ্যা। ওয়ার্ডের ১৮টি বেডের বিপরীতে সেখানে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছে প্রায় দুই শতাধিক শিশু।

শীতের প্রকোপ বাড়ায় জেলাসহ জেলার বাহিরের বিভিন্ন এলাকা থেকে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত এসব শিশুদের নিয়ে আসছেন তাদের স্বজনরা। হাসপাতালে শিশু ওয়ার্ডে বেড সংখ্যা মাত্র ১৮ টি। অথচ ধারণ ক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি রোগী ভর্তি থাকায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।

এমন অবস্থায় কোন শিশু যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় লক্ষ্য রাখতে সম্প্রতি হাসপাতাল পরিদর্শন করেন রংপুর স্বাস্থ্য বিভাগীয় পরিচালক হাসপাতাল ডা. অমল চন্দ্র শাহ।

তিনি বলেন, কোন শিশু যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য ডাক্তার-নার্স সবাই কাজ করে যাচ্ছেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সুচিকিৎসা পাচ্ছে।

 
Electronic Paper