ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিএসএফের হাতে বাংলাদেশি আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। এ সময় ভারতের অভ্যন্তরে ঢুকে গরু আনার সময় ৩ জন ব্যবসায়ী কাঁটাতারের বেড়ায় আটকা পড়ে গুরুতর আহত হন। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার গোরকমন্ডপ সীমান্তে এ ঘটনা ঘটে।

সীমান্তের একাধিক সূত্র জানায়, বাংলাদেশি ও ভারতীয় ৮-১০ জনের গরু ব্যবসায়ীর দল ভোরে আন্তর্জাতিক পিলার ৯২৯-এর ৩/৪ সাব পিলারের কাছ দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় টহলরত ভারতীয় খারিদা হরিদা বিওপির ৩৮ বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে শফিকুল ইসলাম ভুলু (৩১) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করে। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডপ গ্রামের মৃত ইব্রাহীম আলীর ছেলে।

এ সময় বিএসএফের ধাওয়া খেয়ে তিন বাংলাদেশি কাঁটাতারের বেড়ায় আটকা পড়ে গুরুতর আহত হন। আহতরা হলেন, উপজেলার গোরকমন্ডপ গ্রামের জানে মামুদের ছেলে মমিনুল ইসলাম কাঞ্চিয়া (৩৮), একই গ্রামের মৃত হজরত আলীর ছেলে আব্দুল জলিল (৩৩) ও আলতাফ হোসেনের ছেলে আশরাফ হোসেন (৩৮)। লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গোরকমন্ডপ ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম জানান, বিষয়টি জানতে পেয়েছি। তবে বিএসএফ এ বিষয়ে কিছুই জানায়নি।

 
Electronic Paper