ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ব্যাটারিচালিত ভ্যান-রিকশা বাড়ছে দুর্ঘটনা

পঞ্চগড় প্রতিনিধি
🕐 ১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

পঞ্চগড় জেলা সদরে প্রধান সড়কগুলোতে ব্যাপক হারে বেড়েছে অবৈধ ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা। শহরের প্রধান রাস্তাগুলোতে প্রবেশের নিষেধাঙ্গা থাকলেও তা অমান্য করে চলাচল করছে এসব যান। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা এবং প্রাণহানী।

সম্প্রতি ঘটে যাওয়া জগদল মহাসড়কে একই পরিবারের তিনজনের প্রাণহানী বিষয়টিকে নতুন করে সামনে নিয়ে আসে। জেলার ব্যারিষ্টার বাজার, বানিয়া পট্টি ও বিএনপি অফিসের সামনের দোকানে প্রতিদিন প্রায় তিন থেকে চারটি করে ভ্যান বা রিকশা তৈরি করা হচ্ছে। এতে গড়ে প্রতিদিন প্রায় ৫০টি ভ্যান ও রিকশা রাস্তায় নতুন করে নামছে। পঞ্চগড়ে বর্তমানে প্রায় ১৫ হাজার ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চলাচল করছে।

কারিগররা জানান, একটি ভ্যান তৈরি করতে লাগে প্রায় ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা। আর রিকশা তৈরি করতে লাগে ৫০ হাজার থেকে ৫৫ হাজার টাকা। যা মধ্যবিত্তের খুব নাগালে নয়। এদিকে রাস্তায় অবৈধ ব্যাটারিচালিত ভ্যান ও রিকশার কারণে বৈধ যানবাহনের চলাচলের ব্যাপক বিঘ্নও ঘটছে। আর এসব চালকদের গতি বিষয়ে কোনো ধারনা নেই।

 
Electronic Paper