ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঝুঁকিপূর্ণ সেতুতে পারাপার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ৯:৪৯ অপরাহ্ণ, মে ২৬, ২০১৮

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের আবাসনসংলগ্ন বালাটারী গ্রামের নীলকমল নদীর ওপর কাঠের তৈরি সেতু ঝুঁকি প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করছেন।

রেলিংবিহীন সেতুটি দেখেও তা সংযোজনের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। প্রতিদিনই নষ্ট পাটাতন ও রেলিংবিহীন সেতু দিয়ে পারাপারের সময় দুঘর্টনার শিকার হচ্ছেন মানুষ।
সরেজমিন দেখা গেছে, উপজেলার সদর থেকে মাত্র কিলোমিটার দূরে অবস্থিত সেতু দিয়ে উপজেলার মাঝিটারী, বালাটারী, কুমারটারী ও বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কামালপুর, হাবিবপুর, ফুলসাগর আবাসনের ১৮০টি পরিবারের লোকজনসহ হাজার হাজার মানুষের চলাচল। সেতু দিয়ে উপজেলার স্কুল-কলেজে যাতায়াত করে কোমলমতি শিক্ষার্থীরা। এ ছাড়াও সেতু দিয়ে জরুরি চিকিৎসাসেবাসহ উৎপাদিত কৃষিপণ্য সদরের বাজারগুলোতে বাজারজাত করেন কৃষক। স্থানীয় পরেশ চন্দ্র, রশিদ মিয়া, শিক্ষার্থী সবুজ মিয়া, আরিফা খাতুন, দীপা রানী জানান, অনেক আগে এলাকাবাসী নিজ উদ্যোগে পারাপারের জন্য বাঁশের সাঁকো তৈরি করেন। এলাকাবাসীর কষ্ট দেখে চার বছর আগে উপজেলা পরিষদ এ কাঠের সেতুটি তৈরি করে দেয়। বর্তমানে সেতুটির অবস্থা খুবই খারাপ। এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান নজির হোসেন জানান, গত চার বছর আগে মানুষের কষ্ট দূর করার জন্য পরিষদের পক্ষ থেকে চার লাখ টাকা ব্যয়ে ২০২ ফুট লম্বা কাঠের সেতুটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে ওই সেতু দিয়ে ঝুঁকি নিয়ে লোকজন যাতায়াত করছে। তবে দ্রুত সময়ের মধ্যে সেতুটির দুই পাশে রেলিং দিয়ে ভালোভাবে মেরামত করা হবে।

 
Electronic Paper