ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বেতন পাচ্ছেন না ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিকরা

ঠাকুরগাঁও প্রতিনিধি
🕐 ৯:৪৯ অপরাহ্ণ, মে ২১, ২০১৮

ঠাকুরগাঁও জেলায় উল্লেখযোগ্য ভারী শিল্পকারখানা বলতে এখানকার একমাত্র চিনিকলটিকেই বোঝানো হয়। শুরুর দিকে লাভের মুখ দেখলেও পরবর্তীতে এটি একটি বড় ধরনের লোকসান খাতে পরিণত হয়। যার দরুন এ প্রতিষ্ঠানে বেশিরভাগ সময়েই শ্রমিকদের বেতনভাতা নিয়ে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়।

শ্রমিকদের বেতনভাতা নিয়ে সেই জটিলতা আবারও সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠানটিতে। প্রায় চার মাস ধরে বেতনভাতা থেকে বঞ্চিত এখানকার ৮৪৪ জন স্থায়ী ও মৌসুমী শ্রমিক-কর্মচারীরা। বঞ্চিত এসব শ্রমিকদের মধ্যে স্থায়ী শ্রমিক রয়েছেন ৪৮০ জন এবং মৌসুমি শ্রমিক রয়েছেন ৩৬৩ জন। আব্দুস সামাদ নামের একজন স্থায়ী শ্রমিক জানান, চার মাস ধরে আমাদের বেতনভাতা বন্ধ থাকার কারণে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। জানি না আরও কতদিন এভাবে থাকতে হবে।
সাইফুল আলম নবাব নামের আরেক শ্রমিক জানান, আগে না হয় বেতনভাতা পাইনি, কিন্তু সামনে ঈদ আসছে। বেতনভাতা না পেলে আমরা ছেলেমেয়েদের নিয়ে কীভাবে ঈদ করব তা জানি না।
ঠাকুরগাঁও চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল হোসেন জানান, আমার এখানে ৮০০ শ্রমিক কাজ করছে। তারা দীর্ঘদিন ধরে বেতনভাতা না পেয়ে নানা সমস্যায় পড়ছে। খুব কষ্ট করেই তাদের সংসার পরিচালনা করছে। সরকার এবং কর্তৃপক্ষ সুনজর দিলে এ সমস্যা খুব শিগগিরই কাটিয়ে ওঠা সম্ভব হবে।
ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস শাহী জানান, নানা সমস্যায় জর্জরিত আমাদের এ শিল্পকারখানাটি। অতীতেও এ ধরনের সমস্যায় বারবার পড়তে হয়েছে আমাদের। তবে প্রতিবারই আমরা এ সমস্যা থেকে উঠে দাঁড়িয়েছি। এবার যে সমস্যা হয়েছে তা আমরা সমাধানের চেষ্টা করছি। ইতোমধ্যেই আমরা কিছু শ্রমিক-কর্মচারীদের তাদের বেতনভাতা দিতে শুরু করেছি। আশা করি, আগামী ঈদের আগেই সবার বেতনভাতা শতভাগ দিতে আমরা সক্ষম হব।

 
Electronic Paper