ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রংপুরে নতুন ভোটার ফ্যাক্টর

রংপুর অফিস
🕐 ৯:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ০৫, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর জেলায় ভোটার বেড়েছে ২ লাখ ১৪ হাজার ২৩১ জন। জেলায় এবার মোট ভোটার ২১ লাখ ৩৫ হাজার ২৩ জন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬০ হাজার ৪০৬ জন, নারী ১০ লাখ ৭৪ হাজার ৬১৭ জন।

জানা যায়, রংপুর সদর উপজেলায় বর্তমান ভোটার ৫ লাখ ২৮ হাজার ৮১৮ জন। পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ৪ জন, নারী ২ লাখ ৬৩ হাজার ৮১৪ জন। গঙ্গাচড়া উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮৩৭ জন। পুরুষ ১ লাখ ১ হাজার ২৫২ জন, নারী ৯৯ হাজার ৫৮৫ জন। তারাগঞ্জ উপজেলায় মোট ভোটার ১ লাখ ২ হাজার ৩২১ জন। পুরুষ ৫০ হাজার ৯০৯ জন, নারী ৫১ হাজার ৪১২ জন। বদরগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৪৯৩ জন। পুরুষ ১ লাখ ৫ হাজার ৪০ জন, নারী ১ লাখ ৫ হাজার ৪৫৩ জন। কাউনিয়া উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৩ হাজার ১৬৪ জন। পুরুষ ৮৪ হাজার ২১০ জন, নারী ৮৮ হাজার ৯৫৪ জন। পীরগাছা উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৯ হাজার ৯৭৯ জন। পুরুষ ১ লাখ ১৭ হাজার ৬৮৭ জন, নারী ১ লাখ ২২ হাজার ২৯২ জন। মিঠাপুকুর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ৪১৪ জন। পুরুষ ১ লাখ ৯০ হাজার ৯৭৬ জন, নারী ১ লাখ ৯৫ হাজার ৪৩৮ জন। পীরগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ৯৯৭ জন। পুরুষ ১ লাখ ৪৫ হাজার ৩২৮ জন, নারী ১ লাখ ৪৭ হাজার ৬৬৯ জন। এসব নতুন ভোটারই এবারের নির্বাচনে ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে।
এ ভোটাররা সুন্দর আগামী গড়ে তোলার জন্য প্রথমবারের মতো যোগ্য প্রার্থীদের ভোট দিবেন বলে জানিয়েছেন স্থানীয় কলেজ ছাত্র আবুল কালাম আজাদ। ইতোমধ্যে নতুন ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীরা বিভিন্ন রকম প্রতিশ্রুতি প্রদান করছেন।
রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহাতাব উদ্দিন জানান, পাঁচ বছরে রংপুর জেলায় ভোটার বেড়েছে দুই লাখের বেশি। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা বেশি।

 
Electronic Paper