দিনাজপুরে ৩ দোকানে ১৩৮ স্মার্টফোন চুরি
কৌশিক বোস, দিনাজপুর
🕐 ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ০৩, ২০২৩

দিনাজপুর শহরে লিলির মোড় নামক স্থানে সমতা মোবাইল মার্কেটের ৩টি দোকানের তালা কেটে ১৩৮টি স্মার্ট মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এব্যাপারে কোতয়ালী থানায় অভিযোগ করা হলে পুলিশ ওই মার্কেটের সিসি ফুটেজ নিয়ে চোরদের গ্রেফতার করতে মাঠে নেমেছে।
মার্কেটের ব্যবসায়ী কবির টেলিকমের মালিক হুমায়ন কবির জানান, মঙ্গলবার (৩ অক্টোবর) ভোর ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে দিনাজপুর শহরের লিলির মোড় সমতা মোবাইল মার্কেটে এ চুরির ঘটনা ঘটেছে। এসময় দোকান থেকে বিভিন্ন ব্রান্ডের ১৩৮টি স্মার্টফোন ও ২ লাখ ৫০ হাজার নগদ টাকা ক্যাশ বাক্স থেকে চুরি হয়।
তিনি জানান, গতকাল মঙ্গলবার সকালে ১০টায় দোকান খুলতে এসে তালা কাটা অবস্থায় দোকানের শার্টার খোলা দেখতে পায়। এরপর শাটার খুলে ভেতরে ঢুকে দেখেন দোকানে সাজিয়ে রাখা বিভিন্ন ব্রান্ডের দামি মোবাইলগুলো নেই। এছাড়াও ৩টি দোকানের ক্যাশে থাকা আনুমানিক আড়াই লাখ টাকা চোরেরা নিয়ে গেছে। আমার দোকানের ৪৩টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে চোরেরা। এছাড়াও জনি এন্টার প্রাইজের ৪৫টি ও এমবিএন গেজেটের ৪০টি মোবাইল ও নগদ টাকা নিয়ে গেছে। চুরি যাওয়া মোবাইলগুলোর আনুমানিক দাম ৪০ লাখ টাকা। তবে চোরেরা মোবাইলগুলো নিয়ে গেলে বক্স গুলো ফেলে গেছে। এরই মধ্যে মার্কেট পরিদর্শন করেছে কোতয়ালী থানা পুলিশ। তারা এ সময় একটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়েছে।
কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন মঙ্গলবার দুপুর আড়াইটায় সাংবাদিকদের জানান, শহরে প্রাণকেন্দ্রে সকালে বৃষ্টি চলাকালে চোরেরা সুযোগ বুঝে দোকানের শার্টার এর তালা কেটে এই চুরির ঘটনা ঘটিয়েছে। এবিষয়ে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে ওই মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিঘ্রই চোরদের গ্রেফতার করার জন্য পুলিশ মাঠে অভিযান শুরু করেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
