ঢাকা, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরি, আটক ৫

কৌশিক বোস, দিনাজপুর
🕐 ৫:৪১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩

বীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরি, আটক ৫

দিনাজপুর বীরগঞ্জে কবর থেকে কঙ্কাল চুরি করার সময় স্থানীয় জনগণ ৫ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। এ ঘটনায় কবরস্থান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে ওই থানায় একটি মামলা দায়ের করেছেন।

সোমবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় দিনাজপুর জেলা প্রশাসকের হলরুমে এ বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, গত রোববার মধ্যরাতে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার তুলশীপুর কেন্দ্রীয় কবরস্থানে কবর থেকে দাফন করা লাশের কঙ্কাল চুরি করার প্রস্তুতিকালে ওই ৫ জনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, শেরপুর জেলার নকলা উপজেলার নারায়ণ খোলা গ্রামের হাফিজ উদ্দীনের পুত্র লাল চান (২৫), একই গ্রামের ওসমান গনির পুত্র সিরাজুল ইসলাম (৩৫), বাবর আলীর পুত্র সোবহান আলী (৩২), সাবেদ আলীর পুত্র ফরিদ উদ্দীন (৩৫) ও ময়মনসিং সদর উপজেলার অষ্টধর গ্রামের আজিজুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন বাবু (৩৬)।

আটকের সংবাদ পেয়ে বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলে এলাহী ও বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে উপস্থিত হন।

এসময় সকলের সম্মুখে আটক ৫ জন কঙ্কাল চুরির বিষয় স্বীকার করে জানায়, তারা গত কয়েকদিন এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে নিয়েছে। তাদেরকে পুলিশের হেফাজতে দেয়া হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত ৫ জনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা তুলশীপুর কবর স্থান থেকে বেশ কিছু কঙ্কাল গত কয়েকদিনে রাতে অন্ধকারে চুরি করে নিয়ে গেছে। এসব কঙ্কাল ৪০ থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত রংপুর মেডিকেল কলেজের সাথে সম্পৃক্ত কিছু দালালের নিকট বিক্রি করেছে। কঙ্কালগুলো একটি চক্র এভাবে চুরি করে ভারতে অর্থের বিনিময় পাচার করে বলে তারা পুলিশের নিকট স্বীকার করেছে।

গ্রেফতারকৃত ৫ জনকে সোমবার সন্ধ্যার মধ্যে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করে তাদের স্বীকাররেক্তিমূলক জবানবন্দি গ্রহণ করার আবেদন করা হবে। যদি স্বীকারোক্তি না করে তাদেরকে পূর্নরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

 
Electronic Paper