ঢাকা, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিয়ে করতে চাওয়ায় বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু

পার্বতীপুর প্রতিনিধি
🕐 ৭:৩৬ অপরাহ্ণ, জুন ০১, ২০২৩

বিয়ে করতে চাওয়ায় বাবার লাঠির আঘাতে ছেলের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে বাবার লাঠির আঘাতে জিয়া নামে এক যুবকের মৃত্যু হযেছে। গতকাল বুধবার উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মহুপপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত হওয়ায় পরিবরের পক্ষে জিয়াকে বিয়ে দেয়া হয়। তবে কিছুদিন পর প্রথম স্ত্রী তাকে ছেড়ে গেলে আবারও বিয়ে দেয়া হয় তাকে। অবশেষে দ্বিতীয় স্ত্রীও চলে যান তাকে ছেড়ে। এরপর থেকেও জিয়া মানসিকভাবে আরো বেশি ভেঙ্গে পড়ে। বেড়ে যায় তার অত্যাচার। এরই জের ধরে বিয়ে করতে চাওয়ায় প্রতিদিনই পরিবারের লোকজনের সাথে বাকবিতন্ডা হয়। এ নিয়ে বুধবার সকালে বাবার সঙ্গে তর্কে জড়ান জিয়া। এক পর্যায়ে ছেলের প্রতি অতিষ্ট বাবা আবু তাহের ক্ষিপ্ত হয়ে জিয়াকে লাঠি দিয়ে মারতে যায়। এসময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন জিয়া। পরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে জিয়ার মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার ওসি মো. আবুল হাসনাত খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

 

 
Electronic Paper