ঢাকা, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ | ৩০ ভাদ্র ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

হাতীবান্ধায় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

হাতীবান্ধা প্রতিনিধি
🕐 ৬:০০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

হাতীবান্ধায় অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

লালমনিরহাটের হাতীবান্ধায় পাটক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরহেদ উদ্ধার করেছে পুলিশ। তবে স্থানীয় ধারণা করছেন ওই বৃদ্ধা ভারতীয় নাগরিক।

 

আজ বুধবার বিকেলে উপজেলার সীমান্তঘেষা সিংগীমারী গ্রামের একটি পাট ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আব্দুস সামাদ বলেন, প্রথমে আমার ছেলের বউ ওই বৃদ্ধার মরদেহ পাট ক্ষেতে পরে থাকতে দেখে আমাকে খবর দেয়। পরে আমি চেয়ারম্যানকে জানাই। চেয়ারম্যান থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, ওই বৃদ্ধা গত দুইদিন থেকে এই এলাকায় ঘোরাফেরা করছেন। আমরা তাকে কেউ চিনি না। তবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধা ভারতীয় নাগরিক।

সিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, স্থানীয়রা আমাকে খবর দিলে আমি তাৎক্ষনিক হাতীবান্ধা থানা পুলিশকে বিষয়টি অবগত করি।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে। তবে ওই মরদেহের নাম পরিচয় পাওয়া যায়নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আর লাশটি ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।

 
Electronic Paper