ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজারহাটে গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

রাজারহাট প্রতিনিধি
🕐 ৭:২০ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩

রাজারহাটে গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

রাস্তার পাশে ফেলে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে গরু ও গরুর মালিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে রাজারহাট উপজেলা সদরের গোবর্ধ্বন দোলা গ্রামে এদূর্ঘনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে উক্ত গ্রামে দৌলত মিয়ার বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগ টেনে একটি মৎস্য প্রজেক্টে সেচপাম্প দিয়ে পানি সেচ দেয়া হয়। এরপর তারগুলো খুলে রাস্তার পার্শ্বে ফেলে রাখেন মৎস্য প্রজেক্টের মালিক দৌলত মিয়া। মঙ্গলবার সকালে ওই তারে আটকা পড়ে একটি গরু ছটফট শুরু করে। দূর থেকে গরুর মালিক রাজু মিয়া (২২) তা দেখতে পেয়ে দৌড়ে এসে গরুটি ছাড়ানোর চেষ্টা করলে সেও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে করে মুহুর্তের মধ্যে গরু ও গরুর মালিক রাজু মিয়ার মর্মান্তিক মৃত্যু ঘটে।

মৃত রাজু একই গ্রামের আনছার আলীর পুত্র বলে জানা গেছে।

খবর পেয়ে এএসপি (কুড়িগ্রাম সার্কেল) একেএম ওহিদুন্নবী, রাজারহাট থানা অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান, ওসি (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজারহাট থানার ওসি (তদন্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় রাজারহাট থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

 
Electronic Paper