ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

সাদুল্লাপুর প্রতিনিধি
🕐 ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৩

সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভূট্রা ক্ষেতে সেচ দিতে গিয়ে সাপের কামড়ে সাথী বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাথী বেগম উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগার পাড়া গ্রামের আজাদুল ইসলামের স্ত্রী।

স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে সাথী বেগম তার ভুট্টার জমিতে সেচ দিতে যায়। এসময় গর্তে থাকা একটি বিষধর সাপ তার হাতে কামড় দেয়। এরপর চিকিৎসার জন্য স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথী বেগম মৃত্যু হয়।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শফিকুল কবির মিন্টু বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 
Electronic Paper