ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঠাকুরগাঁওয়ে জাপার হাফিজউদ্দীন নির্বাচিত

পীরগঞ্জ প্রতিনিধি
🕐 ৯:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ০১, ২০২৩

ঠাকুরগাঁওয়ে জাপার হাফিজউদ্দীন নির্বাচিত

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ভোট পেয়ে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন জতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দীন আহম্মেদ।

তিনি পেয়েছেন ৮৪ হাজার ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদন্ডী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় (একতারা) পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। ১৪ দলীয় জোট থেকে ওয়ার্কাস পার্টির অধ্যাপক ইয়াসিন আলী (হাতুরী) পেয়েছেন ১১ হাজার ৩৫৬ ভোট।

বুধবার সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়। মেঘলা আবহাওয়া এবং ঠান্ডা বাতাসের কারণে সকালে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলে বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের আগে আগে বিভিন্ন কেন্দ্রে নারী ও পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। দুপুরের পরে কিছু কিছু কেন্দ্র ফাকা হয়ে যায়। বসে অলস সময় পার করেন ভোট গ্রহনের সাথে সংশ্লিষ্টরা।

এ আসনে ১২৮ টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ৩ লক্ষ ২৪ হাজার ৪৩৯ জন। প্রতিটি কেন্দ্রে চারজন অস্ত্রধারী পুলিশ দুইজন মহিলা পুলিশ আনসার সদস্য মোতায়েন করার পাশাপাশি সাত প্লাটুন বিজিবি, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন। অসনটিতে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

 
Electronic Paper