ঢাকা, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ | ৭ চৈত্র ১৪২৯

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংক ধ্বসে শ্রমিকের মৃত্যু

গোবিন্দগঞ্জ প্রতিনিধি
🕐 ৮:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংক ধ্বসে শ্রমিকের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেফটি ট্যাংকের কূপ খননের সময় পাশের পুরাতন একটি সেফটি ট্যাংক ধ্বসে পড়ে শাহারুল ইসলাম (২২) নামে এক নিহত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের তরফমনু গ্রামে এ ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল অভিযান পরিচালনা করে প্রায় ২ ঘন্টা পর ময়লা পানি ও কাঁদা মাটির মধ্যে আটকা পড়া অবস্থায় বিকেল ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে । নিহত শাহারুল কাইয়াগঞ্জ এলাকার আজিজুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, শাহারুল একই গ্রামের সিপনের বাড়ীতে কূপ খননের কাজ করছিল। এ সময় পুরাতন কুপের পাশে নতুন একটি কূপ খননকালে পুরাতন কুটির ময়লা, কাদা ও মাটিসহ তার ওপর ধ্বসে পড়ে। এতে সে ময়লা ও কাঁদা পানির নিচে চাপা পড়ে। স্থানীয় গ্রামবাসীরা দ্রুত গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘ দুইঘন্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শাহারুল একটি পুরাতন কূপের পাশে আর একটি নতুন কূপ খনন করার সময় সেটি ধ্বসে পড়ে সেখানে মাটি ও কাঁদা পানিতে আটকা পরে। পরে প্রায় ২ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ১০ হাজার টাকা তুলে দেন।

 
Electronic Paper