সাদুল্লাপুরে গলা কাটা মরদেহ উদ্ধার
তোফায়েল হোসেন জাকির, সাদুল্লাপুর (গাইবান্ধা)
🕐 ১:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সুরত আলী প্রামাণিক (৬০) নামের এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাদুল্লাপুর শহরতলীর ঘাঘট ব্রিজের দক্ষিণ পাশের বাধের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সুরত আলী প্রাামাণিক উপজেলার কামারপড়া ইউনিয়নের পুরানলক্ষীপুর গ্রামের মৃত খয়বর প্রামাণিকের ছেলে।
নিহতের স্বজনরা জানান, শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলের দিকে সাদুল্লাপুর বাজার যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। ওই রাতেই বিভিন্ন স্থানে তার খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার সকালে এলাকাবাসি জানায় সুরত আলীর গলাকাটা মরদেহ বাধের পাশে পড়ে আছে। পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ তথ্য নিশ্চিত করে সাদুল্লাপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত কবির জানান, সকালে খবর পেয়ে সুরত আলী নামের ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা ধারালো অন্ত্র দিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। হত্যার রহস্য উদঘাটনে অনুসন্ধান করা হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
