ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পঞ্চগড়ে তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস

অনলাইন ডেস্ক
🕐 ৯:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩

পঞ্চগড়ে তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস

রংপুর বিভাগসহ দেশের এক তৃতীয়াংশ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তা আরও কয়দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা।

 

মৌলভীবাজারে গতকাল শুক্রবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও আজ সেখানে তাপমাত্রা কিছুটা বেড়েছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে বিপাকে চা শ্রমিক ও দিনমজুররা।

এদিকে, চুয়াডাঙ্গায় আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ৫০ থেকে ৬০ জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে।

 
Electronic Paper