ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

‘খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে গোটা বিশ্ব’

পীরগঞ্জ প্রতিনিধি
🕐 ৬:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

‘খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে গোটা বিশ্ব’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে গোটা বিশ্ব। এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এই মন্তব্য করেন।

তিনি আরো বলেন, যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই প্রধানমন্ত্রীর পরিকল্পনা, জেলা, উপজেলাসহ ইউনিয়ন পর্যায়েও তৈরি করা হবে মিনি স্টেডিয়াম।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেসবাহ উদ্দীন, ঠাকুরগাঁও জেলা জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, সাবেক এমপি ইমদাদুল হক, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

 
Electronic Paper