রাজারহাটে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
রাজারহাট প্রতিনিধি
🕐 ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২

রাজারহাটে অসাবধনতা বশতঃ চলন্ত ট্রেনের সামন দিয়ে রেললাইন পারাপারের সময় এক নারীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
মৃতের নাম বিজলী বেগম (৩৫)। তিনি উপজেলা সদরের দেবিচরণ গ্রামের আব্দুস সামাদের কন্যা। মৃত বিজলী বেগম এক সন্তানের জননী। বাবার বাড়িতে বেড়াতে এসে তিনি দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,আজ বুধবার সকালে চিলমারী থেকে তিস্তা অভিমূখী কমিউটার ট্রেনের সামন দিয়ে লাইন পারাপারের সময় রাজারহাট উপজেলা সদরের দেবিচরণ নামক স্থানে ট্রেনের ধাক্কায় উক্ত নারী ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশ এসেছিল তাদেরকে আমার ফোর্সরা সহযোগিতা করেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
