হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু
হাতীবান্ধা প্রতিনিধি
🕐 ৮:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় ইউএনও অফিসের নৈশপ্রহরী সোহরাব হোসেন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত সোহরাব হোসেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসের নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, সোহরাব হোসেন রেললাইন পারাপরের সময় লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে সোহরাব হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
