ঢাকা, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ৮ আশ্বিন ১৪৩০

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
🕐 ৩:২৪ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২২

ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

সোমবার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ,ফুলবাড়ী প্রেস ক্লাব,কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ফুলবাড়ী ডিগ্রী কলেজ, ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, দাসিয়ারছড়া শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

এ উপলক্ষে ১৫ জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো ব্যাজ ধারণ, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

এসময় বক্তব্য প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, ইউএনও সুমন দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মোঃ মজিবর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সুমন কান্তি সাহা, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান প্রমূখ।

 
Electronic Paper