ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

গাইবান্ধায় কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি
🕐 ৭:০৫ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২২

গাইবান্ধায় কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

ভোলা জেলায় পুলিশের গুলিতে ছাত্রদলের সভাপতি শহীদ নূরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম এর হত্যা এবং জ্বালানী তেল, সারসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

গতকাল রবিবার দুপুরে গাইবান্ধা জেলা কৃষকদলের উদ্যোগে এসব অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বিএনপির কার্যালয়ের সামন থেকে বের হয়ে পৌর পার্ক রোডে যাওয়ার সময় পুলিশ বাঁধা দেয়। পরে বিক্ষোভ মিছিলটি পূর্নরায় বিএনপির কার্যালয়ের সামনে ফিরে আসে। পরে সেখানে নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে।

গাইবান্ধা জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুন্নবী টিটুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বাবু, শহর বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সদর কৃষক দলের আহ্বায়ক হাসান আলী, ছাত্রদলের সভাপতি খন্দকার  জাকারিয়া আলম জীম, মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা, সাধারণ  সম্পাদক মৌসুমী আকতার তমা, দিলরুপা পারভিন ঝর্না, লাইলী বেগমসহ বিভিন্ন অঙ্গ সংসঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সরকার বিরোধী দলের নেতা কর্মীকে জেল জুলুম, নির্যাতন করেই এখন ক্ষ্যন্ত নন। পুলিশকে গুলি করে হত্যা করার আদেশ দিচ্ছেন। এ সরকারের বিরুদ্ধে যারাই কথা বলে তাদের উপর শুরু হয় অত্যাচার নির্যাতন এমনকি হত্যা। দেশের সকল হত্যার বিচারের দাবি জানান।বক্তারা আরও বলেন, সরকার দফায় দফায় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করছে। আবার নতুন করে সারসহ জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করেছে। এই সরকার বর্তমানে জনবিচ্ছিন্ন,মানুষের দ্রব্য মূল্য নিয়ে তালবাহনা শুরু করছে। সার, জ্বালানী তেলসহ সকল দ্রব্যের
মূল্য কমানোর জোর দাবি জানান বক্তারা।

 
Electronic Paper