ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সাদুল্লাপুরে ভূমি বিধি-বিধান ও ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
🕐 ৫:০৪ অপরাহ্ণ, আগস্ট ০৭, ২০২২

সাদুল্লাপুরে ভূমি বিধি-বিধান ও ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণ

ভূমিসেবা ডিজিটালাইজেশনের লক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে ভূমি সক্রান্ত বিধি-বিধান ও ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (৭ আগস্ট) উপজেলা যুব ও ক্রীড়া বিষয়ক কমিটির বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ শুরু করা হয়।

উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণটি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম মাসুদ, ইসরাত হাজান স্মৃতি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ডেভলপমেন্ট ফেসিলিটেটর শবনম ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণে উপজেলার জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মি, ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে। দুইটি ব্যাচে প্রত্যেকটি দুইদিন করে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

 
Electronic Paper