ভারী বৃষ্টিতে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
🕐 ৮:৪৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে আমন ধানের বীজতলার চারা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ মতো অবস্থায় তিস্তা পাড়ের নিম্নাঞ্চল এলাকার প্রায় ৫শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দী পরিবার গুলো নৌকায় করে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছে।
বুধবার (২৯ জুন) দুপুর ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার ৫২.৬০ সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জানা গেছে, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, বাঘের চর, ফকিরপাড়া ইউপির রমনীগঞ্জ, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না ইউপির পাটিকাপাড়া, হলদিবাড়ী, ডাউয়াবাড়ী ইউনিয়নের তিস্তা পাড়ের নিম্নাঞ্চল এলাকায় পানি প্রবেশ প্রায় প্রায় ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এ বিষয়ে গড্ডিমারী এলাকার আনোয়ার হোসেন বলেন, গড্ডিমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুরোটায় পনিবন্দি হয়ে পড়েছে। হঠাৎ করে ভারি বৃষ্টিতে আমন মৌসমের চারা ধান গুলো নষ্ট হয়েছে। এখন আমন ধানের আবাদ কিভাবে করবো সে নিয়ে চিন্তা। এখন কেমন করে আবাদ করবো। সরকার যদি আমাদের একটু সহযোগিতা করে তাহলে আমন ধান আবাদ করতে পারবো।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফাউদদৌলা বলেন, অতি বৃষ্টিতে তিস্তার পানি রাত থেকে বাড়তে শুরু করেছে ব্যারাজ রক্ষার্থে সব গুলো জলকপাট খুলে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
