সড়কে প্রাণ গেল কলেজ ছাত্রের
লালমনিরহাট প্রতিনিধি
🕐 ৬:০৯ অপরাহ্ণ, মে ১৯, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিয়ন মিয়া (২৪) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় সাথে থাকা অপর একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।
নিহত নিয়ন মিয়া পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের কাদমা গ্রামের ইউনুচ মিয়ার ছেলে। নয়ন মিয়া উত্তর বাংলা কলেজের অনার্স ২বর্ষের মার্কেটিং বিভাগের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সুত্রে গেছে, সকালে নয়ন মিয়া উত্তর বাংলা কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক গাড়ির ওজন স্কেলে ঢোকার জন্য গাড়ি চাপালে নয়ন মিয়া মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। পরে গাড়ির ওজন স্কেলের একটি পিলারে ধাক্কায় মাঠিতে পড়ে যান। পরে আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে কলেজ ছাত্র নয়ন মিয়া মারা যান।
কালীগঞ্জ থানার ওসি এটি এম গোলাম রুসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে হাতীবান্ধা থানায় তথ্যটি জানানো হয়েছে বলে তিনি জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
