ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রাজশাহীর বাজারে ভারতীয় আম

রাজশাহী মহানগর প্রতিনিধি
🕐 ৯:৪৭ অপরাহ্ণ, মে ১৪, ২০১৮

রাজশাহী মহানগরীর বাজারগুলোতে ভারতীয় পাকা আমে সয়লাব। নগরীর বাজারে ভারতীয় পাকা আমের পসরা সাজিয়ে বিক্রি করছেন ফল ব্যবসায়ীরা। এসব আম ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রাজশাহীর বাজারে এসেছে। যদিও রাজশাহী অঞ্চলে গাছে গাছে শোভা পাচ্ছে আম।

ভারতীয় আমের রঙ হালকা হলুদ ও লালচে ধরনের। এসব আম আকারে বড়। প্রতি কেজি আম ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও নতুন ফলের স্বাদ নেওয়ার জন্য আগ্রহী ক্রেতারা। তাই আম কিনছেন তারা।
ফল ব্যবসায়ীরা জানান, ভারতীয় আমের স্বাদ টক-মিষ্টি ধরনের। ভারত থেকে প্রতিবছরই এ সময় আম আসে। বাজারে ভারতীয় আম বৈশাখী নামে পাওয়া যাচ্ছে। নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার, শিরোইল বাস টার্মিনাল, রেলগেট শহীদ কামারুজ্জামান চত্বর, লক্ষ্মীপুর, কোর্ট বাজার এলাকার ব্যবসায়ীরা আম বিক্রি করছেন।
নগরীর সাহেব বাজার বড় মসজিদের সামনে ভারতীয় আম কিনতে আসা ক্রেতা তোঁতা বলেন, ‘আমাদের দেশি আম বাজারে আসতে দেরি আছে। তাই পরিবারের সদস্যদের জন্য আধা কেজি আম কিনলাম।’
ফল ব্যবসায়ী সাজ্জাদ বলেন, ‘দেশি আম এখনো বাজারে আসেনি। প্রত্যেক বছর দেশি আম বাজারে উঠার       আগেই ভারতীয় আম আমদানি হয়। ভারতীয় এসব জাতের আম টক-মিষ্টি হয়। দামে একটু বেশি হলেও ক্রেতারা আগ্রহ নিয়ে কিনছেন।’

 
Electronic Paper