ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পাখি শিকারীকে ধরিয়ে দিলেই মিলছে কম্বল ও টি-শার্ট

চলনবিল প্রতিনিধি
🕐 ৬:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২২

পাখি শিকারীকে ধরিয়ে দিলেই মিলছে কম্বল ও টি-শার্ট

নাটোরের সিংড়ায় পাখি শিকারীকে ধরিয়ে দিয়ে কম্বল ও টি-শার্ট পুরস্কার পেলেন স্থানীয় দুই কৃষক। প্রতি বছরের ন্যায় চলনবিলের প্রকৃতি ও পাখি বাঁচাতে ব্যতিক্রম এই উদ্যোগ নিয়েছেন পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

এই শীতে পাখি শিকারীকে ধরিয়ে দিলেই সংগঠনের পক্ষ থেকে কম্বল ও টি-শার্ট পুরস্কার ঘোষণা করা হয়েছে।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, সিংড়ার চলনবিলে লাখ লাখ অতিথি পাখির আগমন ঘটেছে। আর এসব পাখি বাঁচাতে তাদের এই ব্যতিক্রম উদ্যোগ। বুধবার দুপুরে চলনবিলের জোড়মল্লিকা ও খরমকুড়ি এলাকায় স্থানীয় কৃষকদের সহযোগিতায় রাব্বি (১৬) ও শিহাব উদ্দিন (১৭) নামের দুই পাখি শিকারীকে আটক করা হয়।

পাখি শিকারের কারেন্ট জাল ও ফাঁদ জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। পরে বয়স বিবেচনা করে আর কোন দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। আর পাখি শিকারীর খবর দিয়ে সহযোগিতায় করায় কৃষক সাদ্দাক হোসেন ও রেজাউল করিমকে কম্বল ও টি-শার্ট পুরস্কার দেওয়া হয়। এলাকায় পাখি শিকার রোধে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

 
Electronic Paper