ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাড়াশে করোনা প্রতিরোধে ইউএনও'র অভিযান : মাস্ক বিতরণ

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ১:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২২

তাড়াশে করোনা প্রতিরোধে ইউএনও'র অভিযান : মাস্ক বিতরণ

সিরাজগঞ্জের তাড়াশে করোনাভাইরাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাউল করিম।

 

শনিবার (২২ জানুয়ারী) দুপুরে উপজেলার বিভিন্ন হাট বাজারে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম অভিযান চালিয়ে মানুষকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সর্তক করছেন ও মাস্ক বিতরণ করেন।

তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করা হচ্ছে। ভ্যান চালক, মটরচালকসহ সকলকে মাস্ক পড়তে ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে সচেতন করা হচ্ছে। এরপরে যদি কেউ সরকারী বিধি নিষেধ অমান্য করেন, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

তিনি আরো জানান, জনসমাগম, সভা, মিছিল, মিটিং, সেমিনার, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানসহ যে কোনো প্রতিষ্ঠানে সরকারী বিধি নিষেধ মেনে চলতে সচেতন করতেই অভিযান চলছে।

এদিকে, নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসীসহ সুশীল সমাজের লোকজন।

 
Electronic Paper