নাটোরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৫
নাটোর প্রতিনিধি
🕐 ৫:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

নাটোরে খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে এক স্কুলছাত্রীতে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জনকে আটক ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ছাতনী গ্রামে এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানায় আটকরা হলেন— শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, কাজল, আসাদুল ইসলাম ও আমিনুল ইসলাম।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে ওই স্কুলছাত্রী মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে খালার বাড়ির যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু সন্ধ্যায় সদর উপজেলার ছাতনী দিয়ার গ্রামে পৌঁছালে স্থানীয় যুবক শহিদুল ইসলামের সাথে তার পরিচয় হয়।
তিনি বলেন, এ সময় শহিদুল ওই স্কুলছাত্রীকে তার খালার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ছাতনী ভাটপাড়া শ্মশান ঘাট এলাকায় পৌঁছালে বখাটেরা পাশের একটি লেবু বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
ওসি জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করে। এ সময় আরো তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
