ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

পুকুর খননের সময় মিলল বিশালাকৃতির বিষ্ণুমূর্তি

রাজশাহী প্রতিনিধি
🕐 ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

পুকুর খননের সময় মিলল বিশালাকৃতির বিষ্ণুমূর্তি

পুকুর খননের সময় রাজশাহীর মোহনপুর উপজেলার করিশা গ্রামে একটি বিশালাকৃতির বিষ্ণুমূর্তি পাওয়া গেছে। মূর্তিটি কষ্টিপাথরের কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুকুরে মূর্তি পাওয়ার বিষয়টি রাজশাহী জেলা প্রশাসককে অবগত করেছে পুলিশ। যে কোনো সময় এ বিষ্ণুমূর্তিটি জাদুঘরে স্থানান্তরের জন্য হস্তান্তর করা হবে বলেও জানায় তারা।

রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, বুধবার (১২ জানুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার করিশা গ্রাম থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। করিশা গ্রামের মজিবর রহমান নামের এক ব্যক্তি তার পুরনো পুকুর খনেনের সময় কালো রঙের এ বিষ্ণুমূর্তিটি পান। এর ওজন ২৫ কেজিরও বেশি।
পুকুর খননের সময় বুধবার বিকেলে মেশিনের সঙ্গে মূর্তিটি আটকে যায়। শ্রমিকরা কালো রঙের মূর্তিটি দেখতে পেয়ে মজিবর রহমানকে জানায়। পরে তিনি মূর্তিটি তার বাড়িতে নিয়ে যান। এ সময় লোকজন মূর্তিটি দেখতে ভিড় জমান। পুলিশ ঘটনাটি জানতে পেরে রাত ১২টার দিকে মজিবরের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 
Electronic Paper