ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মান্দায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
🕐 ১:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২২

মান্দায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

নওগাঁর মান্দায় শিলাবৃষ্টির কারণে সরিষা, পান এবং বিভিন্ন ধরণের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

বুধবার (১২ জানুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার কুসুম্বা এবং নুরুল্যাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ শিলাবৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, শীতকালে এবারেই প্রথম বৃষ্টি হয়েছে। বৃষ্টির সাথে পাথর পড়ে বসতঘর, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

মান্দা উপজেলার নাড়াডাঙ্গী,ব্যারিল্যা-বটতলী,শামুকখৈল গ্রামে শিলাবৃষ্টিতে বাড়ি-ঘরের টিনের চাল ফুটো হয়ে গেছে।এছাড়াও সরিষা ক্ষেতের সরিষা গাছগুলো মাটিতে মিশে গেছে। ক্ষতি হয়েছে পানের বরজেরও।

বি.এন.বি আইডিয়াল কলেজের অধ্যক্ষ গোলাম রাব্বানী রাজু বলেন, ‘সন্ধ্যার সময় বৃষ্টি পড়তে থাকলেও বৃষ্টির সাথে কোন পাথর ছিলো না। কিন্তু রাত ১০ টার দিকে ৫/৭ মিনিটের মধ্যে পাথর পড়ে তার কলেজের টিনের চাল ফুটো হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে। এগুলো সংস্কারের জন্য উর্দ্ধত্মন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন তিনি।

নাড়াডাঙ্গী গ্রামের কৃষক নাজমুল হোসেন বলেন, ‘ শিলাবৃষ্টিতে আমার সরিষা ক্ষেতের সরিষা গাছগুলো একদম মাটিতে মিশাইয়া দিচে।’

একই এলাকার কৃষক ইউসুফ আলী বলেন, ‘ শুধু বৃষ্টি হলে ফসলের জন্য ভালই হতো। কিন্তু পাথর (শিল) পড়ে সরিষা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়ে গেছে।

একই গ্রামের শহিদুল ইসলাম জানান, ' হঠাৎ করে শিলা বৃষ্টি হওয়ার কারণে সরিষা ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও ঘরবাড়ি,মসজিদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের টিন ফুটো হয়ে গেছে । শিলাবৃষ্টিতে সরিষার গাছ মাটিতে মিশে যাওয়ায় এবার আশানুরূপ ফলন হবে না।’

কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল বলেন, ‘শিলাবৃষ্টিতে এ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সরিষা ক্ষেত এবং ঘর-বাড়ির কিছুটা ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত এবং বাড়িঘর পরিদর্শন করেছেন বলেও জানান তিনি ।’

মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়েলা শারমিন বলেন, ‘শিলাবৃষ্টিতে সরিষা ক্ষেত এবং ঘড়বাড়ির টিনের চাল ফুটো হয়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতির খবর আমরা পাইনি। তবে প্রতিটি ইউনিয়নে খোঁজ খবর নেয়া হচ্ছে।’

 
Electronic Paper