চৌহালী চরের ২০ হাজার শীতার্তদের পাশে মন্ডল পরিবার
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
🕐 ১২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চরাঞ্চলের ৭টি ইউনিয়নে ২০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জানুয়ারী) সকালে চরাঞ্চলের গরীব, দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে মন্ডল পরিবারের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
চৌহালী উপজেলার ডিগ্রি কলেজ মাঠে মতিন মন্ডলের আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান মাসুদ, উমারপুর ইউপি চেয়ারম্যান মন্ডল পরিবারের পক্ষ থেকে আব্দুল মতিন মন্ডল।
এসময় মাজহারুল ইসলাম, রবিউল ইসলাম মন্ডল, মজিবুর রহমান মন্ডলসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও সকল নির্বাচিত ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট শিল্পপতি আলহাজ মো. নজরুল ইসলাম মন্ডল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও মন্ডল পরিবারের নিজ আর্থয়নে ৭টি ইউনিয়নে ২০ হাজার গরীব, দুঃস্থ অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
