ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ইলিশ ধরায় ৭১ জনের সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ৯:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮

সিরাজগঞ্জে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার দায়ে গত দুই সপ্তাহে চৌহালী উপজেলার ৭১ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া অভিযানে দুই লাখ মিটার কারেন্ট জাল এবং সাড়ে পাঁচশ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি বলেন, বিশাল যমুনা নদীতে একদিকে অভিযান চলছে অন্যদিকে কিছু অসাধু জেলে মাছ ধরছে। তবে এটা বিগত বছরের তুলনায় অনেক কমে গেছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান বলেন, ইলিশ সংরক্ষণ অভিযানের জন্য আলাদা টাস্কফোর্স গঠন করে পুলিশ ও মৎস্য অফিস যৌথভাবে নিয়মিত অভিযান চালাচ্ছে। ১৪ দিনে ৭১ জেলেকে সাজা প্রদান ও ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

 
Electronic Paper