ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ: ২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, নাটোর
🕐 ২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ০৬, ২০২১

নাটোরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ: ২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোরে মিনি ট্রাকের সাথে কুড়িগ্রাম এক্সপ্রেসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৩টার দিকে শহরের তেবাড়িয়া রেলক্রসিং গেটে এই দূর্ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

 

নাটোর রেলস্টেশন মাস্টার অশোক কুমার জানান, গতরাত ৩টার দিকে নাটোর তেবাড়িয়া রেলক্রসিং গেটের বার ভেঙ্গে লাইনের ওপরে চলে আসে একটি মিনি ট্রাক। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গেটে পৌঁছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রেনের ইঞ্জিনের সাথে বেধে ট্রাকটি প্রায় ৫০০গজ দুরে যাওয়ার পরে রেল লাইনের পাশে পরে যায়।

ঘটনার পর পরই কুড়িগ্রাম এক্সপ্রেস গন্তব্যস্থলের উদ্দ্যেশে চলে যায়। এঘটনায় নাটোর-ঢাকা রেল যোগাযোগ স্বাভাবিক থাকলেও নাটোর-খুলনা রেল যোগাযোগ বন্ধ ছিলো। খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুমরে মুচরে যাওয়া ট্রাককে লাইনের পাশ থেকে সরিয়ে ফেলে। এতে ২ ঘন্টা পর নাটোর-খুলনা ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার পর থেকেই ট্রাকের ড্রাইভার ও সহকারী পলাতক রয়েছে।

 
Electronic Paper