ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

নওগাঁ প্রতিনিধি
🕐 ৩:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২১

বিএসএফের হাতে আটক  বাংলাদেশি যুবক

নওগাঁর পোরশার হাপানিয়া সীমান্ত এলাকা থেকে ভারতের অভ্যন্তরে চোরাই গরুসহ মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিএসএফ।

শুক্রবার রাতে তাকে আটক করে বিএসএফ। শনিবার সকালে ভারতের মালদা জেলার হবিপুর থানায় মামলা দায়ের শেষে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

আটককৃত মনিরুল পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল রেজাউল কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গতকাল রাতে পোরশায় ভারতীয় সীমান্ত দিয়ে স্থানীয় ৭/৮ জন চোরাকারবারি অবৈধভাবে ভারতে ঢুকে গরু-মহিষ আনতে যান।

এরপর গরু-মহিষ নিয়ে বাংলাদেশে ফেরার পথে ভারতের মালদা জেলার হবিপুর থানার ভুতপাড়গ্রাম এলাকায় কেদারিপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও মনিরুল ইসলামকে কয়েকটি গরুসহ আটক করে তারা।

তিনি আরও জানান, ঘটনাটি জানার পর বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে যোগাযোগ করা হয়েছে এবং তাকে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় বলে গ্রহণ করা হচ্ছে।

 
Electronic Paper