ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুর্গাপুরের রাস্তায় ধান মাড়াই: পথচারীদের দুর্ভোগ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
🕐 ১০:০৮ অপরাহ্ণ, মে ১৩, ২০১৮

রাজশাহীর দুর্গাপুরে নতুন ও পুরনো রাস্তা দখল করে চলছে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ। উপজেলার বিভিন্ন সড়কে ধান, খড় শুকানো ও মাড়াইয়ের কারণে যান চলাচল ও পথচারীদের চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। এতে প্রতিনিয়ত সড়কগুলোতে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

শনিবার সরেজমিন উপজেলার গোপালপুর, নওপাড়া, মোহনগঞ্জ ও আলিয়াবাদ গিয়ে দেখা যায়, দুর বিল ও মাঠ থেকে ধান কেটে বাড়িতে না গিয়ে পাকা রাস্তাগুলো দখল করে ধান মাড়াই ও খড় শুকানোর কাজ করছে চাষিরা। আবার অনেকেই রাস্তাগুলোকে ধান শুকানোর চাতাল হিসেবে ব্যবহার করছেন। এ ছাড়াও ধান মাড়াইএ মেশিন ব্যবহারের ফলে নতুন রাস্তাগুলোর পাথর সরে গেছে। এতে করে অল্প সময়ের মধ্যে এ রাস্তাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। এদিকে নতুন রাস্তাগুলোর পাথর সরে যাওয়ায় যানচলাচলসহ পথচারীদরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে জায়গা সংকটে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
উপজেলার নওপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, মানুষের মধ্যে সচেতনতার অভাব। সবাইকে বুঝতে হবে যানবাহন ও পথচারীদের চলাফেরা করার জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে। এখানে রাস্তা দখল করে ধান মাড়াই ও খড় শুকানো বেআইনি। বর্তমানে প্রায় সব জায়গা এমন দৃশ্য চোখে পড়ে। ফলে রাস্তায় চলাফেরায় চরম দুভোর্গ পোহাতে হচ্ছে যানবাহনসহ পথচারীদের।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, প্রতিবছরই এ সময় বিভিন্ন এলাকার লোকজন রাস্তায় ধানের কাজ করেন। ফলে রাস্তায় চলাফেরা করতে চরম অসুবিধা হয়।

 
Electronic Paper