ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

রামেকের করোনা ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী ব্যুরো
🕐 ১১:১১ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

রামেকের করোনা ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তারা উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ।

বুধবার (২০ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে শুধু উপসর্গেই চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর দু’জন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও পাবনার একজন ছিলেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী ছিলেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ১৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। রামেকের করোনা ইউনিটে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৪২ জন, করোনা আক্রান্ত ১১ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন।

রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৫৩টি নমুনা পরীক্ষায় সাতজন করোনা শনাক্ত হয়েছেন। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আটজন। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৫ শতাংশ।

 
Electronic Paper