ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

তাড়াশে প্রেমিকার ৩ দিনের অনশন, অতঃপর বিয়ে

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
🕐 ৩:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২১

তাড়াশে প্রেমিকার ৩ দিনের অনশন, অতঃপর বিয়ে

বিয়ের দাবিতে তিনদিন অনশনের পর সিরাজগঞ্জের তাড়াশে অনশনরত নারীর সাড়ে তিন লাখ টাকা দেন মোহরানায় বিয়ে হয়েছে প্রেমিক কাওসার হোসেনের সাথে। রবিবার রাতে তাড়াশ পৌর এলাকার কাউরাইল গ্রামের কাউরাইল মহল্লায় মো. জামাল উদ্দিনের ছেলে প্রেমিক কাওসার হোসেনের বাড়িতে অনশনরত খুটিগাছা মহল্লার হারেজ আলীর মেয়ের সাথে বিয়ে পড়ানো হয়।

তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান মো. বাবুল শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, উভয়পক্ষের সাথে আলোচনা করে সাড়ে তিন লাখ টাকার দেনমহোরানায় বিয়ে পড়ানো হয়। পরে সোমবার সকালে ছেলে ও মেয়ে দুজনকেই মেয়ের বাবার বাড়িতে পাঠানো হয়েছে।

প্রেমিক কাওসার হোসেনের বাবা জামাল উদ্দিন বলেন, আমরা উভয়পক্ষের অভিভাবকগণ আলোচনা করে বিয়ে দিয়েছি।

প্রসঙ্গত, গত শুক্রবার বিকেল থেকে তাড়াশ পৌর এলাকার কাউরাইল মহল্লায় মো. জামাল উদ্দিনের ছেলে প্রেমিক কাওসার হোসেনের বাড়িতে অনশন শুরু করেন প্রেমিকা পার্শ্ববর্তী খুটিগাছা মহল্লার হারেজ আলীর ২২ বছরের মেয়ে। এ সময় প্রেমিক কাওসার তাকে বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছিলেন প্রেমিকা। 

 

 

 
Electronic Paper