ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে আরও ২০০ টন অক্সিজেন পৌঁছেছে

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ১২:৩১ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

সিরাজগঞ্জে আরও ২০০ টন অক্সিজেন পৌঁছেছে

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে করোনা মোকাবিলায় ভারত থেকে আসা আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) এসেছে।

বুধবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে অক্সিজেন বহনকারী ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেসের আরেকটি ট্রেন এসে পৌছায়।

অক্সিজেন এক্সপ্রেসের ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে আগের মতোই সড়কপথে ঢাকায় নেওয়া হবে। চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতালগুলোয় এ অক্সিজেন সরবরাহ করা হবে।

আমদানিকারক প্রতিষ্ঠান লিন্দে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে (২৫ জুলাই) ভারতীয় রেলওয়ের অক্সিজেন এক্সপ্রেস বঙ্গবন্ধ সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। প্রথম ধাপে রেলপথে বাংলাদেশে ২০০ টন অক্সিজেন আনে লিন্দে বাংলাদেশ।

 
Electronic Paper