ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

বড়াইগ্রামে লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসনের অভিযান

জাহিদ হাসান, বড়াইগ্রাম প্রতিনিধি
🕐 ৩:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২১

বড়াইগ্রামে লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসনের অভিযান

করোনার প্রাদুর্ভাব রোধে নাটোরে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসনসহ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার দুপুরে কঠোর লকডাউনের ৫ম দিনে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ একটি টিম বনপাড়া পৌরসভার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বেশ কয়েকজনকে জরিমানা করেন। জনসাধারণকে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম করোনার বিস্তার রোধে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন ও বিনাকারণে ঘরের বাহিরে না আসার জন্য অনুরোধ করেন।

 

 

 
Electronic Paper