ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোর সদর হাসপাতালে করোনা ওয়ার্ড আবার পূর্বের অবস্থায়

নাটোর প্রতিনিধি
🕐 ৪:২৩ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২১

নাটোর সদর হাসপাতালে করোনা ওয়ার্ড আবার পূর্বের অবস্থায়

সপ্তাহ না পেরুতেই নাটোর সদর হাসপাতালের করোনা ওয়ার্ড আবার পূর্বের অবস্থায় ফিরেছে। গত ১৭ জুলাই হাসপাতালটির করোনা ওয়ার্ডে রোগীর স্বজনদের অবাধ যাতায়াতসহ নানা অব্যবস্থাপনা নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রচার হয়। ঐদিনই বিষয়টি করোনা প্রতিরোধ কমিটির জুরুরী ভার্চুয়াল সভায় ব্যাপকভাবে আলোচিত হয়।

সভায় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দ্রুত ব্যবস্থা নেবার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহবান জানান।

পরে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এবং নাটোর ০২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা হাসপাতালে গিয়ে করোনা ওয়ার্ডে সবার যাতায়াত বন্ধ করে দেন। কিন্তু সপ্তাহ না পেরুতেই হাসপাতাল কর্তৃপক্ষের উদাসিনতায় করোনা ওয়ার্ড পূর্বের অবস্থায় ফিরেছে।

বৃহস্পতিবার দুপুরে রোগীর স্বজনদের অবাধ যাতায়াতের দৃশ্য ধারণ করতে গেলে যমুনা টেলিভিশনের সংবাদ কর্মীদের উপর চড়াও হন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সহকারী শিক্ষা অফিসার মাহমুদুর রহমান এবং নাটোরের গুরুদাসপুরের মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী আহমেদ।

খবর পেয়ে জেলা পুলিশ ও স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে গিয়ে রোগীর স্বজনদের করোনা ওয়ার্ডে প্রবেশে কড়াকড়ি আরোপ করেন।
এ সময় সংবাদ কর্মীদের উপর চড়াও হবার জন্য ক্ষমা চান দুজন।

হাসপাতাল কর্তৃপক্ষের উদাসিনতা কোনভাবেই মেনে নেয়া হবে না বলে হুশিয়ারি দেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

 

 
Electronic Paper