ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

মান্দায় ‘রেডি এবং এসএসএস এন্টার প্রাইজে’র সৌজন্যে ত্রাণ বিতরণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
🕐 ২:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

মান্দায় ‘রেডি এবং এসএসএস এন্টার প্রাইজে’র সৌজন্যে ত্রাণ বিতরণ

চলমান করোনা মহামারীকালে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নওগাঁ জেলার মান্দা উপজেলায় রুরাল এনার্জি এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডি) এবং এসএসএস এন্টার প্রাইজের যৌথ উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়ছে।

সোমবার দুপুরে মান্দার ভারশোঁ ইউপির কালিসফা সাহাপাড়া গ্রামের প্রায় ৫০টি পরিবারের মাঝে (৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবণ, আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, আধা কেজি চিনি, আধা কেজি তেল, আধা কেজি মুড়ি, ১টি করে মাস্ক এবং ১টি করে সাবান) এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

“ত্রাণ সামগ্রী বিতরণের বিষয়ে রুরাল এনার্জি এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডি) এর ম্যানেজার এম আই এস এন্ড আইটি সঞ্জয় সাহা ( জুয়েল) বলেন, প্রত্যেক মানুষের সামাজিক দায়বদ্ধতা আছে এই কারণে করোনা মহামারীকালে অসহায় মানুষের কথা ভেবে রুরাল এনার্জি এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (রেডি) এবং এসএসএস এন্টার প্রাইজে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীদের ১ সপ্তাহের বেতন দিয়ে তা থেকে সারা দেশের ৮ উপজেলার ন্যায় মান্দা উপজেলার অসহায় ও দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়ছে।

এ সময় উপস্থিত ছিলেন- রামনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার সাহা, নীলসাগর গ্রুপের দৈনিক খোলাকাগজ পত্রিকার আইটি এক্সিকিউটিভ অনল কুমার, সমাজ সেবক অজয় কুমার সাহা, নিশিথ কুমার সাহা, কৃষ্ণ কুমার সাহা, রতন কুমার সাহা এবং রিমন কুমার সাহা প্রমূখ।

এছাড়াও অত্র এলাকার সকল শ্রেনী পেশার মানুষদের পাশাপাশি প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 
Electronic Paper