ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে ৩২ ঘণ্টা পর বাস-অটোরিকশা চলাচল স্বাভাবিক

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ৮:৪২ অপরাহ্ণ, মার্চ ০৩, ২০২১

সিরাজগঞ্জে ৩২ ঘণ্টা পর বাস-অটোরিকশা চলাচল স্বাভাবিক

বাস-অটোকিসা শ্রমিকদের মধ্যে দ্বন্দের জের ধরে প্রায় ৩২ ঘণ্টা বন্ধ থাকার পর সিরাজগঞ্জের সব রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়েছে।

বুধবার (৩ মার্চ) বিকেলে ৫টা থেকে জেলার সব টার্মিনাল ও কাউন্টার থেকে দুরপাল্লার বাস ছেড়ে যায় এবং অটোরিক্সা গুলো স্বাভাবিকভাবে চলাচল করছে।

সিরাজগঞ্জ জেলা বাস মিনিবাস ও কোচ মালিক সমতিরি সাধারণ সম্পাদক হাজী আতিকুর রহমান আতিক জানান, শ্রমিকদের সঙ্গে অটোরিকশা শ্রমিকদের দ্বন্দের জের ধরে বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। জেলা প্রশাসন আগামী রোববার বিষয়টি নিয়ে বৈঠক বসার আশ্বাস দিলে পুনরায় গাড়ি চলাচল শুরু হয়।

এর আগে মঙ্গলবার (২ মার্চ) সকালে শহরের মিরপুর কালাচান মোড়ে অটোরিকশা চালকের সঙ্গে বাস চালকের তর্কাতর্কি হয়। এরপর সিএনজি চালকরা রেলগেট এলাকায় ওই বাসের ওপর হামলা ও মারধর করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ সৃষ্টি হয় এবং শহরের বিভিন্ন স্থানে অটোরিকশা ও বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

 

 
Electronic Paper