ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

সিরাজগঞ্জে বাস-সিএনজি দ্বন্দ্বে সকল রুটে বাস বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
🕐 ৩:০০ অপরাহ্ণ, মার্চ ০৩, ২০২১

সিরাজগঞ্জে বাস-সিএনজি দ্বন্দ্বে সকল রুটে বাস বন্ধ

বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের কারণে সিরাজগঞ্জে সকল রুটে বাস-সিএনজি চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

বুধবার (৩ মার্চ) সকাল থেকে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল ও বাস কাউটার থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

বাস ও সিএনজি শ্রমিক নেতারা জানিয়েছেন, রাজশাহীত বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। সিরাজগঞ্জ-রাজশাহীগামী বাস চলাচল বন্ধ ছিলা। কিন্তু সিএনজি চলাচল করছিল।

এ নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদর মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জের ধরে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি।

সিরাজগঞ্জ জেলা বাস ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান শেখ বলেন, সিএনজি শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে বাস শ্রমিকদের উপর হামলা চালিয়েছে। এই হামলার সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত বাস বন্ধ থাকবে।

 

 
Electronic Paper