ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

ঈশ্বরদী পৌরসভায় মশক নিধন অভিযান শুরু

পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি
🕐 ৩:৪৯ অপরাহ্ণ, মার্চ ০২, ২০২১

ঈশ্বরদী পৌরসভায় মশক নিধন অভিযান শুরু

ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টায় মশক নিধন অভিযান উদ্বোধন করেন পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা। শহরের স্টেশনের রোডের চিত্রলেখার সামনের ড্রেনে ওষুধ ছিটানোর মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আবুল হাসেম, আমিনুর রহমান, আব্দুল লতিফ মিন্টু, ইউসুফ আলী প্রধান, রহিমা খাতুন প্রমূখ।

মেয়র ইছাহক আলী মালিথা এসময় বলেন, ঈশ্বরদীতে এডিস ও কিউলেক্স মশা নিয়ন্ত্রণ ও জনসাধারণকে সচেতন করে তোলার জন্য পৌরসভার পক্ষ হতে ব্যবস্থা নেয়া হয়েছে।

পৌরসভার স্যানিটারী পরিদর্শক আবুল কাওছার সুজা জানান, করোনার কারণে এমনিতেই জন জীবন বিপর্যস্থ। এর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। মশা নিধনের সঙ্গে সঙ্গে এডিস মশার লাভা ধ্বংসেরও ব্যবস্থা নেয়া হয়েছে।

 
Electronic Paper