ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নিহত তরিকুলের ওয়ার্ডে স্ত্রী হাসিনা কাউন্সিলর নির্বাচিত

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
🕐 ৮:৩৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

নিহত তরিকুলের ওয়ার্ডে স্ত্রী হাসিনা কাউন্সিলর নির্বাচিত

সিরাজগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী ৬ জন প্রার্থীর মধ্যে নিহত ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (ডালিম) সর্বোচ্চ ৫ হাজার ৫শত ৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অপর প্রার্থীদের মধ্যে শাহাদত হোসেন বুদ্ধিন (উটপাখি) ১৪ ভোট, মো. তারেক রহমান (পাঞ্জাবী) ২ ভোট, ফসিয়ার রহমান ফসি (ব্লাক বোড) ৪ ভোট, মো. সাইফুল ইসলাম (ব্রিজ) ৩ ভোট, শাহদাত হোসেন (পানির বতল) ৩ ভোট।

রোববার সন্ধ্যায় ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার আজিজার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮ থেকে পৌরসভার ৬নং ওয়ার্ডের তিনটি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শান্তি পূর্ণভাবে ভোটা অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোট ভোট পড়ে ৫ হাজার ৫ শত ৪৮টি। এর মধ্যে বাতিল হয়েছে ১৮টি ভোট।

ওই ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৭ হাজার ৫শ ৬৭ জন।

১ জন প্রিজাইডিং অফিসার, ৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১০ জন পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সিরাজগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মাদ তোফাজ্জল হোসেন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়াও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য ভোটকেন্দ্রে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, আনসার সদস্য নিয়োজিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডে ফলফল ঘোষনার পরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয় বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম। মৃত্যুতে পদটি শূন্য হয়। পরে নির্বাচন কমিশন বিধিনুযায়ী তফসিল দিয়ে ২৮ ফেব্রুয়ারী পুনরায় ভোটগ্রহনের তারিখ ঘোষণা করেন।

 
Electronic Paper