ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

নাটোরে সুদ ব্যবসায়ীর নির্যাতনের প্রতিকার চেয়ে মানববন্ধন

নাটোর প্রতিনিধি
🕐 ৫:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২১

নাটোরে সুদ ব্যবসায়ীর নির্যাতনের প্রতিকার চেয়ে মানববন্ধন

নাটোরে সুদ ব্যবসায়ীর অত্যাচার নির্যাতনের প্রতিকার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউপি সদস্য ওমর আলী মন্ডল, আকছেদ আলী, মেরিনা খাতুনসহ অন্যান্যরা।

এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, স্থানীয় কয়েক জনের নেতৃত্বে গড়ে ওঠা সুদি বাহিনীর নির্যাতনে সদর উপজেলার রুয়েরভাগ, চন্দ্রকোলা ও বালিয়াডাঙ্গা এলাকার সাধারণ মানুষ অসহায় জীবন যাপন করছে। ১০ হাজার টাকা ঋণ দিয়ে সুদসহ জোর করে আদায় করা হচ্ছে লাখ টাকা। টাকা দিতে না পারলে চালানো হচ্ছে নির্যাতন। মামলা করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ ব্যাপারে সোহেল সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সুদের ব্যবসার সাথে তার কোন সম্পর্ক নেই।

তাদের পরিবারের সুনাম ক্ষুন্ন করার জন্য এটা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

 

 
Electronic Paper