ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১

Khola Kagoj BD
Khule Dey Apnar chokh

দুর্ভোগ শিক্ষার্থীসহ এলাকাবাসীর

গুমানীতে বিলীন মেঠোপথ

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
🕐 ৬:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৮

বিকল্প রাস্তা নেই। চলাচলের জন্য একটি মাত্র রাস্তা। নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর-বামনকোলা নদীপাড়ের মানুষের চলাচলের একমাত্র পথ এটি। কিন্তু সেই রাস্তাটি বিলীন হয়ে যাচ্ছে গুমানী নদীতে।

বিগত ১০ বছরে এ রাস্তাটি প্রায় ১৫ ফুট প্রস্থ নিয়ে বিলীন হয়েছে গুমানী নদীতে। সেই পথ বেঁয়েই কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে। শুধু তাই নয় এলাকার কিশোর-কিশোরী, বয়-বৃদ্ধসহ সাহাপুর, বামনকোলা, কালি নগড় গ্রামের হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এ পথ দিয়ে চলে প্রতিনিয়ত। যে কোনো সময় যে কারও পা হড়কে গেলেই ঘটতে পারে প্রাণহানির মতো দুর্ঘটনা। রাস্তাটি বিলীন হওয়ার কারণে ঝুঁকিতে চলাচল করতে হয় জনসাধারণের।
এ বিষয়ে কথা বলেন সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী কুণ্ডু। জানান বিদ্যালয়টি আগে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ছিল। সড়কটি নদীতে ভেঙে পড়ায় এখন রয়েছে ১৫০ জন। তারাও ঠিকমতো বিদ্যালয়ে আসে না। কারণ হিসেবে তিনি আরও জানালেন, কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে চলাচলের সময় নদীতে পড়ে যাওয়ার আশঙ্কায় অভিভাবকরা এ বিদ্যালয়ে তাদের সন্তানদের পাঠাতে ভয় পান। নিরুপায় হয়ে অনেক অভিভাবক তাদের সন্তানদের বিদ্যালয়ে সকালে রেখে যান এবং ছুটির পর নিয়ে যান। কখনো অভিভাবক না থাকলে শিক্ষকদেরও সেই দায়িত্ব পালন করতে হচ্ছে।
২০১৭ সালের বর্ষা মৌসুমে চেয়ারম্যান নদীভাঙন রোধে বাঁশের চাটাই ও বাঁশ পুঁতে সড়কটি মেরামত করে দেয়। কিন্তু এ বছরে এসে আবার একই অবস্থা হয়েছে। এখানে বাঁশের চাটাই না দিয়ে নদীর পার দিয়ে ব্লক করে দিলে আর এরকম বিড়ম্বনায় পরতে হবে না আমাদের।
বামনকোলা গ্রামের স্থানীয় চাতাল মালিক মো. চুনু সরকার বলেন, বিগত ১০ বছরে আমাদের এ কাঁচা সড়কটি বিলীন হতে হতে চাতালের দেয়ালে ঠেকেছে। গত বছর ভাঙনরোধে বাঁশের চাটাই ও বাঁশ পুঁতে সড়কসহ চাতাল রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। নদীভাঙন রোধে ও শিশুদের নিরাপদ চলাচলে দ্রুত ব্লক দিয়ে পার নির্মাণের পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার বলেন, বিষয়টি আমার জানা ছিল না। তবে সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
Electronic Paper